পাকিস্তানের বিপক্ষে টি ২০ দল ঘোষণা করলো বিসিবি

0
273
বাংলাদেশ স্কোয়াড | ছবি বিসিবি
বাংলাদেশ স্কোয়াড | ছবি বিসিবি

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) মাহমুদউল্লাহ রিয়াদ কে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি৷দল থেকে বাদ বাদ পড়েছেন উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম৷

বিশ্বকাপে চরম ব্যর্থতার পর পাকিস্তান সিরিজের দলে ব্যপক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিলো আগে থেকেই৷ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মোট ৫ জন ক্রিকেটার৷ তারা হলেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, ও মোহাম্মদ সাইফউদ্দিন৷ এদের মধ্যে লিটন দাস ও সৌম্য সরকার কে বাদ দেওয়া হয়েছে পারফর্মেন্সের কারনে৷ ইনজুরিতে আছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন৷ ইনজুরির কারনে বিশ্বকাপে সুপার টুয়েলভের দুই ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান৷ইনজুরির কারনে পাকিস্তান সিরিজে খেলতে পারবেন না সাইফউদ্দিন৷

এবং টেস্ট সিরিজ কে সামনে রেখে মুশফিকুর রহিম কে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু৷ টি-টোয়েন্টি দলে নতুন চমক হয়ে আসছেন অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী৷ এর আগে টেস্ট দলে থাকা শহীদুল ইসলাম, সাইফ হাসান এবং ইয়াসির আলী রাব্বী এবার টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন৷

এবারের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সর্বমোট ৬ তরুণ ক্রিকেটার৷এদের মধ্যে চারজন এবারই প্রথম ডাক পেয়েছেন৷ তারা হলেন তরুণ ওপেনার সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত৷ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী, হার্ডহিটার ব্যাটার ইয়াসির আলী রাব্বি৷ দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব৷ জাতীয় লীগে ধারাবাহিক পারফরম্যান্স করে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম

১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ৷

বাংলাদেশ স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান(উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, আকবর আলী (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, এবং আমিনুল ইসলাম বিপ্লব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here