গোসলের পানির পাত্রে শরীর বেয়ে পানি পড়লে গোসল শুদ্ধ হবে কিনা?

0
357

প্রশ্নঃ গোসলের পানির পাত্রে শরীর বেয়ে পানি পড়লে গোসল শুদ্ধ হবে কিনা?

উত্তরঃ গোসলের সময় পানির পাত্রে শরীর বেয়ে পানি পড়লে গোসল শুদ্ধ হবে. এতে কোনো সমস্যা নেই  ।

তবে খেয়াল রাখতে হবে গোসলের আগে শরীরে অথবা কাপড়ে কোনো বাহ্যিক নাপাকি লেগে থাকলে ধুয়ে নিতে হবে। কেননা শরীরে অথবা কাপড়ে কোনো নাপাকি থাকলে সেই স্থান থেকে পানি বেয়ে পড়লে পাত্রের পানি নাপাক হয়ে যাবে।

বিখ্যাত তাবেয়ি ইমাম জুহরি (রহ.)- কে একজন ব্যক্তির (গোসলের হুকুম) সম্পর্কে প্রশ্ন করা হয়, যার গোসল করার সময় গা বেয়ে পানি গোসলের পানির পাত্রে পড়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, এতে ক্ষতির কিছু নেই। তবে গোসলের আগে শরীর এবং কাপড় থেকে বাহ্যিক নাপাকি দূর না করে গোসল করলে যদি নাপাক স্থান থেকে পানি ছিটে গোসলের পানির পাত্রে পড়ে তবে ওই পানি নাপাক হয়ে যাবে।

লিখেছেন মাওলানা গিয়াস উদ্দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here