এবার দেশে ২জন ওমিক্রন রোগী শনাক্ত

0
628
ওমিক্রন | বিডি খোঁজ খবর.কম
ওমিক্রন | বিডি খোঁজ খবর.কম

দেশে প্রথম করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন শনাক্ত করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন৷

আজ ঢাকা শিশু হাসপাতালে সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী জানান জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশি নারী ক্রিকেটারদের মধ্যে ২ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত করা হয়েছে৷

এসময় মন্ত্রী বলেন ওমিক্রনে আক্রান্ত দুজনেই সুস্থ আছেন তাদের নিয়মিত পরিক্ষা করা হচ্ছে , তারা হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তারা হাসপাতালে থাকবেন৷

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আক্রান্ত দুজনের সাথে যারা ছিলেন সকলকে নজরদারির আওতায় রাখা হয়েছে৷ মন্ত্রী আরো বলেন দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটো ই কমেছে, যারা আক্রান্ত হচ্ছেন তাদের অনেকে ই টিকা নেন নাই৷

মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে, যারা করোনাভাইরাসের টিকা নেন নাই তাদের টিকা নেয়ার জন্য অনুরোধ করেন তিনি৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন দেশে খুব তাড়াতাড়ি করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেয়ার ব্যবস্থা করা হবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here